সৈয়দা আদিবা উচ্চ বিদ্যালয়টি শিলঘাট গ্রামে সাবেক এম,পি ডঃ সৈয়দ মকবুল হোসেন কর্তৃক ২০০০সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলটিতে বর্তমানে ছাত্র/ছাত্রীর সংখ্যা প্রায় ৪০০জন।স্কুলটি এখনও এম,পিও ভুক্ত হয়নি। সাবেক এম পি ডঃ সৈয়দ মকবুল হোসেন এর অর্থানুকূলে পরিচালিত হচ্ছে। স্কুলটিতে ২০১৪সালে বিজ্ঞান বিভাগ খোলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডঃ সৈয়দ মকবুল হোসেন এর উদ্যোগে ২০০০ইং সালে সৈয়দা আদিবা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্কুলটি গোলাপগঞ্জ উপজেলার ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নের শিলঘাট গ্রামে আবস্থিত।
সর্বমোট ছাত্র/ছাত্রী সংখ্যা-৪০০জন। ৬ষ্ঠ শ্রেনীতে-১৫৫জন,৭ম শ্রেনীতে-৯০জন,৮ম শ্রেনীতে-৭৫জন,৯ম শ্রেনীতে-৭৫জন,১০ম শ্রেনীতে-৩৮জন।
বর্তমান পরিচালনা কমিটির তালিকা
১। মোঃ বদরজ্জামান (সভাপতি)
২। হাজী মনির উদ্দিন(সহ-সভাপতি)
৩।আব্দুর রহিম
৪।
পাবলিক পরিক্ষার বিগত ৫বছরের ফলাফল হিসেবে প্রতি বছরই ৮০% হারে চুড়ান্ত ফলাফল হয়ে থাকে।
সাবেক এম,পি ডঃ সৈয়দ মকবুল হোসেনের অর্থানুকূল্যে স্কুলটি পরিচালিত এবং ছাত্র,ছাত্রীদেরকে বিনামূল্যে পাঠদান দেয়া হচ্ছে।
প্রতি বছরই স্কুলটিতে ৮০%হারে চুড়ান্ত পরিক্ষার ফলাফল হচ্ছে।
ভবিষ্যতে স্কুলটি বিজ্ঞান বিভাগ খোলা হচ্ছে। বর্তমানে স্কুলটি মানবিক বিভাগে পাঠদান হচ্ছে।
গোলাপগঞ্জ উপজেলা হতে প্রায়-৮কিলোমিটার পূর্বে এবং পশ্চিমে ঢাকা দক্ষিন ইউনিয়ন আবস্থিত।
এ স্কুলটিতে মেধাবী ছাত্র/ছাত্রীর সংখ্যা প্রায়-১০০জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস