Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
এরাল বিল
বিস্তারিত

আমুড়া ইউনিয়নের আমনিয়া, ইসলামটুল উত্তরপাড়া, সুন্দিশাইলসহ কিছু গ্রাম ও গোলাপগঞ্জ পৌরসভার সীমানাঘেঁষা কিছু এলাকা নিয়ে এরাল বিল অবস্থিত। এরাল বিলে জাতীয় ফুল শাপলার সৌন্দর্য যেকোন দেশপ্রেমী পর্যটকের মন আকৃষ্ট করে। বিলের মধ্যেখানে টিলা, চার পাশে বিস্তীর্ণ জলরাশি প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ করে। এরাল বিল অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে লাল শাপলা দেখতে প্রতিদিন শত শত পর্যটক ভিড় জমাচ্ছেন। এরাল বিলে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এই এলাকাকে পর্যটন এলাকার রূপান্তরিত করলে এখান থেকে দেশ, জাতি ও এলাকাবাসী উপকৃত হবে।