১৯৮৩ সালে এটি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া গ্রামে আবস্থিত। এখানে আদর্শ শিক্ষক মন্ধলী দ্বারা পাঠদান করা হয়।
এটি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার আমুড়া গ্রামে আবস্থিত। স্কুলটি স্থাপিত হয় ১৯৮৩ সালে। এটি গোলাপগঞ্জ থেকে সোজা পুর্বে কুশিয়ারা নদীর পশ্চিমে অবস্থিত।
শ্রেনীভিত্তিক ছাত্র/ছাত্রী সংখ্যা মোট-৭৫০জন। ৬ষ্ট শ্রেনী-২৭০জন,৭ম শ্রেনী-১৯৫জন,৮ম শ্রেনী-১৮৩,৯ম শ্রেনী-১৭৭,১০ম শ্রেনী-১২৫জন।
পরিচালনা কমিটির তালিকা
১। অসিম চন্দ্র পাল।(প্রধান শিক্ষক)
২। মন্নান হোসেন।(সভাপতি)
৩। অতশি আচার্য্য।
৪। জালাল সিদ্দিকি।
৫। ফয়জুর রহমান।
৬। মোয়াজেম হোসেন।
৭। নিজাম উদ্দিন।
৮। নেহারুন বেগম।
৯। রুহেল আহমদ।
পাবলিক পরিক্ষার ফলাফলঃ জে,এস,সি-৮০%। এস,এস,সি-৮৫%।
ডঃ সৈয়দ মকবুল হোসেনের উদ্যাগে ১৬০জন ছাত্র/ছাত্রী উপবৃত্তি এবং সকল ছাত্র/ছাত্রীদেরকে বিনামুল্যে পড়ালেখার সুযোগ দেয়া হচ্ছে।
বিগত এস,এস,সি, জে,সি পরিক্ষায় সেরা ২০ট স্কুলের মধ্যে সেরা স্কুল হিসেবে বিবেচিত হয়েছে।
এটি ভবিষ্যতে স্কুলের পাশাপাশি কলেজ নির্মান করা হবে।
যোগাযোগ ব্যবস্থাঃ সি,এন,জি, বাস এবং অটোরিক্সা চালিত।
মেধাবী ছাত্রবৃন্দ মোট- ১৬০জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস