স্কুলটি গ্রামের শিক্ষিত জনসাধারনের প্রচেষ্ঠার ১৯৬৩ইং সালে শিঘাট গ্রামে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি শিক্ষিত এবং দূরদৃষ্ঠি সম্পন্ন পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হয়।
এটি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নের আধিনস্ত গ্রামে শিক্ষিত গ্রামবাসীর উদ্যোগে ১৯৬৩ সালে প্রতিষ্ঠা করে।
সর্বমোট ছাত্র/ছাত্রীর সংখ্যা মোট-৪১১জন।১ম শ্রেনীতে-১৮০জন,২য় শ্রেনীতে-৯৫জন,৩য় শ্রেনীতে-৬৫জন,৪র্থ শ্রেনীতে-৪৯জন,৫ম শ্রেনীতে-৩০জন।
বর্তমান পরিচালনা কমিটির
১। বদরুল হক(সভাপতি)।
২। জোৎনা রানী গুপ্ত।
৩। রুপালী রানী দাশ।
৪। সেলিনা বেগম।
৫। হারুন রশিদ।
৬। আবুল লেইছ।
৭। শাবানা বেগম।
৮। মালুক উদ্দিন।
৯। সাবিনা বেগম।
১০। আব্দুল খালিক।
১১। মনোয়ারা বেগম।
বিগত ৫বছরের সমাপনী পরিক্ষায় ১০০% হারে এ স্কুলটি সুনাপ ভয়ে এনেছে।
স্কুলটিতে গরিব মেধাবী ছাত্র/ছাত্রীদেরকে বিনামুল্যে পড়ালেখার সু্যোগ করা হয়েছে।
স্কুলটি সমাপনী পরীক্ষা ও বৃত্তি পেয়ে প্রতি বছর সুনাম অর্জন করে।
ভবিষ্যতে এ স্কুলের পাশাপাশি উচ্চ বিদ্যালয় স্থাপন করার প্রোগ্রাম রয়েছে।
মেধাবী ছাত্র/ছাত্রী প্রায়-১০০জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস